Blog Site তৈরি:
একটি ব্লগ সাইট তৈরি করতে একটি Gmail Account তৈরি করতে হবে। Gmail Open করতে http://mail.google.com এ যান or http://www.gmail.com এ যান।এবং Create an account এ Click করুন।
এবার প্রয়োজনীয় Information গুলো আপনার মনের মত করে দিয়ে একদম শেষে I accept Create My Account এ Click করুন।
User Name And Password মনে রাখুন ও গোপন স্তানে লিখে রাখুন।
এই ধাপে Show Me My Account এ Click করুন।এবার, আপনার Account টি হয়ে গেল।
এবার, Blog Site তৈরি করার জন্য http://www.blogspot.com এ যান।
উপরের ডান দিকের কোনায় থেকে ভাষা হিসাবে English Select করুন।যা একেবারে উপরে ডান দিক থেকে সারিতে দ্বিতীয় । এবার Gmail Address And Password দিয়ে Sign In করুন।
পরবর্তী পেজটি আসলে প্রয়োজনীয় Information দিন এবং I Accept the term of Service এ টিক চিহ্ন দিয়ে Continue বাটনে click করুন।
এখন আপনাকে নির্ধারন করতে হবে কোন বিষয়ের উপর আপনার Blog Siteটি তৈরি করতে চান। যেমন-Free Song, Free Movies, Free Video, Free Software, Technology ইত্যাদি।সেই অনুযায়ী Blog Title দিন।
এখন, Blog Address (URL)এর ঘরে আপনার Site এর বিষয়বস্তু অনুযায়ী এমন একটি নাম দিন যা আপনার সাইট সম্পর্কীত ধারনা প্রদান করে।
- আপনার পছন্দ মত URL Name নেওয়ার চেষ্টা করুন এবং নামটা খালি আসে কিনা দেখার জন্য Check Availabity তে Click করুন(নামের Example: http://www.helpstechnology.blogspot.com) যদি নামটা থাকে তবে নামটি সামান্য পরিবর্তন করুন। নামটা পেয়ে গেলে Continune তে Click করুন।
- এবার আপনার পছন্দমত Template নির্বাচন করে Continue তে Click করুন। পরবর্তী Page এলে Start Blogging এ Click করুন।
- এই Page এ আপনি আপনার Site তথ্য উপস্থাপন করবেন।এই সাইট এ Image, Video, Slide Show সবকিছু Add করে সাইট কে সুন্দর কারা যাবে। আপনার প্রয়োজনীয় সবকিছু লিখে Publish Post এ Click করুন।
- আপনার তৈরিকৃতB log Site এ একাধিক পৃষ্ঠা Add করতে পারবেন এবং ইচ্ছামত তথ্য উপস্থাপন করতে পারবেন। বিনামুল্য সুন্দর Blog Template পেতে চাইলে visit http://www.btemplates.com
- এবার আপনার Blog Site এর মাধ্যমে অর্থ income করতে চাইলে Adsense Account এর Permission বা Acceptance পেতে হবে। একই ভাবে Adbrite, kontera, Amazon এর Permission বা Acceptance পেতে হবে। Adsense Account এর Amazon এর Permission পাওয়ার জন্য আপনাকে যে বিষয়ের উপর গুরুত্ব দিতে হবেঃ-
- ১২০ শব্দের সর্বনিম্ন ৩০ থেকে ৫০টি Post দিতে হবে
- কোন Adult Content থাকা যাবে না।
- কোন Violence Content থাকা যাবে না।
- Blog Site গুলো মানুষের জন্য উপকারী হতে হবে।
- কোন অসম্পূর্ণ Information থাকা যাবে না।
আরো বিস্তারিত জানতে visit করুন http://www.google.com/support/adsense Or http://www.easyearnhelp.com
আপনি যদি আপনার blog site এর উপর যথেষ্ট পরিমান বিষয়বস্তু Post বা লিখেতে না পারেন তবে আপনি Visit করুন http://www.ezine.com এখান থেকে আপনি আপনার Web Site এর বিষয়বস্তু অনুযায়ী Article খুজেঁ বের করুন। আপনি আপনের ব্রাউজার থেকে http://www.ezine.com এ প্রবেশ করুন। এটি একটি Article Site, এই Site এ বিভিন্ন বিষয়ের উপর প্রচুর Article রয়েছে। আপনার Site টিযে বিষয়ের উপর হোক না কেন, আপনি প্রয়োজনীয় Article পাবেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় Article টি খুজেঁ বের করতে আপনি Siteটির বামে একদম মধ্য আপনার Search লেখা আছে, এইখানে খালি জায়গাই আপনি যে বিষয়ে খুজতেঁ চান তা লিখে Search এ Click করুন।
এবার দেখুন, আপনার Search সম্পর্কিত অনেক গুলো Article চলে আসবে।এইবার যে কোন Article নির্বাচন করুন এবং সম্পূর্ণ Article আপনে সামনে চলে আসবে। Article টি আপনি Copy করে আপনার কম্পিউটার এ একটি Notepad বা MS Word এ নিয়ে নিন এবং Save করুন। এই Article টি আপনি সরাসরি আপনার Site কখনই স্থাপন করবেন না। আপনি Article টির অর্থ ঠিক রেখে Sentence গুলোকে পরির্বতন করে দিন এবং আপনার Blog Past করে দিন।
ব্লগিং সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।