Earn By Kontera

How To Earn Kontera?

নিজস্ব Site বা Blog Site থেকে টাকা আয় করার একটি অন্যতম সহজ উপায় হচ্ছে Kontera.com । এখান থেকে আপনি Ad নিয়ে আপনার Site এ দিয়ে দিবেন, আপনার Site এ Visitor রা যখন ঐ Ad এ click করবে তখন আপনার Account এ টাকা জমা হবে । এখানে Account খোলার পদ্ধটি পর্যায়ক্রমে বর্ণনা করা হলো:-
আপনার Internet Browser থেকে www.Kontera.com লিখে প্রবেশ করান অথবা এই Link এ Click করুন । আপনার সামনে যে Page টি চলে আসবে তাতে Publisher এ Click করে  Sign Up এ Click করুন ।আপনার সামনে একটি ফ্রম আসবে, সেটি যথাযথ ভাবে পূ্রণ করুন এবং একদম নিচে থেকে সবগুলো ঠিক মার্ক দিন Accept করুন এবং Create your Account এ Click করুন ।এবার একটি Thank you for joining kontera massage এবং আপনাকে E-mail থেকে Verification করতে বলবে, তথন আপনি আপনার E-mail এর Inbox Open করুন । সেখান থেকে Activation Link এ Click করে আপনার kontera Account টি চালু করুন । এখন একটি ফরম আসবে সেটি পূ্রণ করুন ।এবং নীল কালিতে (ছবিতে চিহ্নত)লেখা Link এ Click করুন । একটি নতুন Page চলে আসবে, সেখানে একটি HTML Code দেখতে পাবেন । Code টি আপনি Copy করে কোথাও Save করে রাখুন পরবর্তী Website বা Blog Site এ Paste করার জন্য, এবং Finish এ Click করুন, তাহলে আপনার Account Mainboard টি চলে আসবে । এখান থেকে আপনি আপনার Blog, Wordpress Site, WebSite এর জন্য AD Code নিতে পারবেন । আপনার Account কোন প্রকার Information Add করতে চাইলে My Account থেকে Account Infoতে Click করুন,এবং Update এ Click করুন ।এটি খুব ভাল Site । আপনার Site টি যদি Popular হয় তাহলে আপনি এই kontera Account থেকে অনেক টাকা Income করতে পারবেন ।