Earn By Google Adsense

Google হলো internet search engine, যার মাধমে আমরা Internet থেকে প্রয়োজনীয় তথ্য আহরন করে থাকি ।Google Search Engine এর URL হল http://www.google.com Google internet এর ৮০% জায়গা দখল করে রেখেছে। Google এর Internet এ বিভিন্ন ধরনের Online Business আছে। এর মধ্যে অন্যতম ব্যবসা হল Adwords এর URL হচ্ছে http://www.adwords.google.com।কোটি কোটি Internet ব্যবহারকারী শতকরা ৮০% মানুষ ব্যবহার করে Google কে এবং Internet এ Google এর ব্যপক রাজত্যের কারনে সারা world এর শত শত প্রতিস্থান তাদের Product ও Service sell করার জন্য Google Adwords Program এর মাধ্যমে onlineএ বিজ্ঞাপন দিয়ে থাকে অনেক অর্থের বিনিময়ে। এই বিজ্ঞাপন গুলো্কে মানুষের খুব কাছে পৌঁছানোর জন্য Google যে পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ যে Program এর মাধ্যমে বিজ্ঞাপন গুলো মানুষের কাছে পৌছায় সেই Program এর নাম হল Google Adsense. Google Adsense এর URL হল http://www.google.com/adsense. Google Adsense Program এর মাধ্যমে Google website, Blog site, Forum site, Article Site ইত্যাদি বিভিন্ন site এর মালিকদের অর্থ income করার সুযোগ করে দেয় কিছু সহজ শর্তের মাধ্যমে।যার পরিমান প্রতিমাসে লক্ষ Dollar এর বেশি হতে পারে।Website থেকে কে কত Revenue আয় করে তা দেখার জন্য http://www.websiteoutlook.com visit করুন এবং Site এ calculate এই খালি জায়গাই আপনার main site URL বসিয়ে calculate এ click করুন। তখন, আপনার Site Per Day Income কত দেখতে পাবেন। Google Per Day Income প্রায় $33,00000 লক্ষ Dollar তা শুধু মাত্র Add Revenue থেকে।যাক, Google বিভিন্ন Website মালিকদের  Adsense Program এ অন্তর্ভূক্ত করার পর; Google এর মাধ্যযে সকল Company Online এ Ads দেয় তাদের Ads গুলোকে Google ঐ সকল Adsense Program এ অন্তর্ভূক্ত Site গুলোতে প্রর্দশন করে এবং ঐ Site গুলোকে কোন Visitor তথ্য আহরন করতে এসে ঐ Add এ Click করলে Site মালিকদের …. হয়।আমরা জানি, প্রতি Click এ $.20 থেকে $70 পর্যন্ত Income হতে পারে।Example: 
Get More Information..!Visit Here http://www.easyearnhelp.com. Site গুলোতে বিজ্ঞাপন গুলো কিভাবে Google বা অন্যান্য Ad Network Company থেকে Site গুলোতে আসে তা আমরা পরবর্তীতে দেখব। সুতরাং, আমরা বুঝতে পারছি যে, Google বা অন্যান্য Ad Company গুলো থেকে income করতে পারব।





অনেকেই Google Adsense এর মাধ্যমে Income এর জন্য Free বা Domain/Hosting কিনে Web Site তৈরি করে অল্প কিছু Post দিয়ে বা Adsense এর সাথে সঙ্গতিপূর্ণ নয়, এমন বিষয় দিয়ে Adsense এর জন্য Apply করেন। ফলে Adsense Approved হয় না। নিম্নে কতিপয় Guideline প্রদত্ত হল, যা মেনে Web Site তৈরি করলে আশা করি Google Adsense Approved হবে
.  অনেকেই Sub Domain যেমন: .co.cc কিংবা .co.nr ইত্যাদি ব্যবহার করে থাকেন। মূলত এগুলো কোন নিজস্ব Domain নয় তাই এসকল Domain Google Ad প্রদর্শন করে না। এজন্য আপনি নিজস্ব Domain ক্রয় করে নিতে পারেন কিংবা Google থেকে প্রদত্ত blogspot.com ব্যবহার করতে পারেন
.  শুধু Domain/Hosting হলেই চলবে না, Google এর Ad পেতে হলে দরকার ভাল মানের Content । অধিকাংশ Apply নাকচ হয়ে যায় বিষয়ের জন্যই। এজন্য কমপক্ষে ১৫-২০টি ভালমানের Unique Content Post করুন। তাড়াহুড়ো করে হাবিজাবি Content না দিয়ে, গুছিয়ে সুন্দরভাবে ভালমানের Post করুন। এজন্য, যেসব Keyword বা বিষয়ের চাহিদা বেশি সেগুলো নির্বাচন করে Post করুন। এজন্য Google এর adwords Toolটি ব্যবহার করতে পারেন। কখনোই কোন Content Copy/Paste করবেন না। সম্পূর্ণ স্ব-হস্তে Article, Blog, Tutorial, রিভিউ তৈরি করুন। অতঃপর Google Adsense এর জন্য Apply করুন
. আপনার Siteটি Google এর  Search Engine আসার জন্য Index করুন। Index করার জন্য এখান থেকে Site এর URL Submit করুন। যারা SEO জানেন তারা Google এর Web Master Tool ব্যবহার করতে পারেন
. সম্ভব হলে আপনার Site এ Site map Submitকরুন।
. Site এ Bangla লেখা Google Adsense এর Terms & Condition পরিপন্থী। তাই Bangla এর পরিবর্তে English এ Blog Site তৈরি করুন এবং Google Add এর জন্য Apply করুন
. Website এর  Background সাদা কালার রাখাটাই ভাল বলে মনে হচ্ছে, কেননা বেশিরভাগ ক্ষেত্রে অনেক চকচকে রঙের ব্যবহার Site এর Outlook নষ্ট করে
. Site টি সত্যিই আপনার কিনা সেটির প্রমান চাইলে তাদের দেয়া নির্দেশনা Follow করুন। যেমন আমাকে বলা হয়েছিল যে, Site এর মধ্যে তাদের একটি Massage Upload দিতে আমি সেটি Upload করে প্রমান করেছিলাম যে Site টি সত্যি সত্যি আমার