Earn By Hubpages

Hubpages এ প্রতিদিন অসংখ্য Visitor আসে এবং বিভিন্ন বিষয়ে তথ্য খুজে থাকে, আপনি একানে একটি Account খুলে কোন প্রয়োজনীয় বিষয়ের উপর তথ্য সংবলিত কিছু Article দিতে পারেন এবং সাথে সাথে আপনার site এর Link দিতে পারেন, এতে করে আপনার site এ Vsitor অনেক বাড়বে এবং আপনি এখান থেকেও অর্থ উপার্জন করতে পারবেন। এখানে আপনি আপনার Account খুলে Article দিতে পারেন এবং আপনার একটি নিজস্ব URL পাবেন যা Website এর মতো কাজ করে।
Article marketing এর জন্য Hubpages এ অনেক বেশী সবিধা পাওয়া যায়।এখানে Article Marketing করলে আপনি ৩টি দিক থেকে সুবিধা পাবেন। সেটা হলোঃ-
  1. আপনার website গুলোর Visitor বাড়বে এবং যা আপনার Income কে অনেক বাড়িয়ে দিবে।
  2. আপনি এখান থেকে Google Adsense এর Account এ Application করতে পারবেন।
  3. আরেকটি বিখ্যাত PPC Network Kontera এর Account পাবেন এবং Kontera এর Test Link Ad থেকে যথেষ্ঠ Income করতে পারবেন।
আপনার Internet Browser থেকে http://www.hubpages.com এ প্রবেশ করুন। এবং সাইট এর ডান দিকে join এ Click করুন, তাহলে আপনার form চলে আসবে। Form টি সঠিকভাবে পূ্রণ করুন, Form টি সঠিকভাবে পূ্রণ করে শেষে Create my Account এ Click করুন। এবার একটি Page আসবে, এখানে আপনার বিশেষ কোন Hobby বা শখ থাকলে তা উল্লেখ করতে পারেন, অথবা Skip This Step এ Click করুন। তাহলে আরেকটি Page Open হবে।
এখানে আপনি আপনার Select Your E-mail Provider এর নাম দিতে পারেন অথবা Skip This Step এ Click করে বাদ দিতে পারেন, এবার একটি Welcome Page আসবে। Create a Hub এ Click করুন, তাহলে আপনার সামনে আরেকটি form আসবে, এখানে
(1)Choose a Title এ যে বিষয়ে লিখতে চান তা একটি Title দিন
(2)Give your Hub a unique web Address এ আপনার web Address টি Automatically চলে আসবে।
(3) Choose a topic, which category describes what is your hub About? এ আপনার যে বিষয়ে Hub লিখতে চান তা Select করুন।
(4) Choose a starting Layout এখানে আপনার ইচ্ছামত Choose করে নিন।
(5) Please Add At Least 2 Tags এখানে আপনার যে বিষয়ে Hub লিখতে চান তা keyword দিন ।
সবশেষে Continue এ Click করুন, আরেকটি Page Open হবে । এবং Continue এ Click করুন, এবার Word verification আসবে । Word টি নিচের বক্সে প্রবেশ করান । এবং Continue এ Click করুন, এবার যে Page টি আসবে সেটাতে আপনি আপনার Page Setup করবেন । এবার Publish Button Click করুন এবং দেখুন আপনার Page টি Publish হয়েছে ।
 Article marketing করে Hubpages থেকে যেহেতু Google Adsense, Kontera একাধিক উপায়ে Income করা যাই, সেহেতু ভাল বিষয়ে উপর যথেষ্ঠ Article Post করুন আপনার Income বেড়ে যাবে ।
How to work Hubpages? To Get More Information Click Here