এ পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব Freelancing Marketplace Common ও সহজ একটি কাজ Forum Posting নিয়ে। কাজটি Microwaorkers Site এ প্রতিদিনই দেখা যায়। Microworkers Site সম্পকে জানতে এখানে Click করূন
অন্যান্য Micro Site এও কাজটি প্রতিনিয়ত পাওয়া যায়। এছাড়া, যেসব Site এ Bid করে কাজ পেতে হয়, সেখানেও Forum Posting এর কাজগুলো রয়েছে প্রতিদিনই। আজ http://www.freelancer.com Site এ 36 টি Forum Posting এর কাজ রয়েছে। Odesk, Scriplance.com, Veoworkers, ইত্যাদি Site এ কাজগুলো রয়েছে SEO Section এ।
Forum কি?
Forum হচ্ছে Web এর একটি Platform, যেখানে মূলতঃ কোন বিষয় নিয়ে Forum এর সদস্যগন Discussion বা আলোচনা করেন। এ Forum সম্পূর্ণ Individual হতে পারে। অর্থাৎ, Forum টি তৈরি হয়েছে বিষয়ভিত্তিক আলোচনার জন্য। আবার কোন একটি Web site এর অংশ হিসাবেও একটি Forum থাকতে পারে। উদাহরণস্বরুপ, Web Design শেখার একটি Site http://www.w3schools.com এ Site এ একটি Forum রয়েছে, যেখানে Member গণ Web Design সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। শুধুমাত্র Forum এর উদ্দেশ্যে গঠিত হয়েছে, এমন একটি Site হচ্ছে, http://forums.digitalpoint.com. Site টিতে SEO,web design, money making ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। শুধুমাত্র নির্দ্দিষ্ট একটি বিষয় নিয়ে অনেক Forum গঠিত হয়েছে। Forum এ সাধারণতঃ একজন প্রশ্ন করে বা কোন বিষয় Post করে, অন্যরা তার উত্তর দিয়ে থাকে বা উক্ত Post এর সাথে সম্পর্কিত বিষয় নিয়ে Reply দিয়ে থাকে। এভাবে মুক্ত আলোচনার ফলে Forum গুলোতে প্রচুর Visitor প্রবেশ করে থাকে। এসব কারনে স্বভাবতই অনেকেই চায় তার Web site এর একটি Link বিভিন্ন Forum এ থাকুক।
কিভাবে Forum Posting এ দক্ষ হবেন?
১. বিভিন্ন বিষয়ভিত্তিক Forum এ Registration করুন এবং Forum এর নিয়ম-কানুনগুলো ভালমত পড়ে নিন।
২. ফোরামের Discussion ভালমত বোঝার চেষ্টার করুন।
৩. অল্প অল্প করে Post করা শুরু করুন। প্রতিদিন ২/১টি করে প্রশ্ন করুন এবং বিভিন্ন প্রশ্নের বা Topic সের উত্তর দিন।
৪. প্রথমেই কোন Site এর Link দেওয়ার চেষ্টা করবেন না, এতে আপনার Account বাতিল হতে পারে।
৫. Forum এ কিছুদিন অতিবাহিত হলে, যখন আপনি পুরাতন সদস্য হবেন। অর্থাৎ, ১০/১৫টি Post দেয়ার পর প্রতিদিন ১টা করে Link দিতে পারবেন (যে কোন Site এর)। প্রকৃতপক্ষে Forum কর্তৃপক্ষ চায় না, আপনি শুধুমাত্র Link দেয়ার জন্য Forum এ আসুন। তারা মূলতঃ, Forum এর আলোচনার একজন Active সদস্য হিসাবে আপনাকে পেতে চায়।
৬. Forum এ ২/৩ মাসে অতিবাহিত হলে, যথেষ্ট Post/Reply দিলে একজন পুরাতন Member হিসাবে আপনি প্রতিদিন অনেক Link দিতে সক্ষম হবেন।
৭. অধিকাংশ Forum এ Signature নামে একটি বিষয় থাকে, যা Registration এর পরে আপনার Account Setting এ প্রবেশ করলে পাবেন।
৮. Signature Adit করে আপনি যে কোন Site এর Link সংযোজন করতে পারবেন। এটি এমন একটি বিষয়, যখনই Forum এ কোন Post/Reply দিবেন তখন আপনার Post এর নিচে Link হিসাবে থাকবে। ফলে, Forum Posting এর কাজে Bayer চায়, আপনার Signature Adit করে তার নিজস্ব Site এর Link সংযোজন করতে।
উপরোক্ত আলোচনায় বলা যায়, আপনি এ মূহুর্তে যদি Freelancing এ Forum Posting এর কোন কাজ পান, তবে ইচ্ছে করলেও করতে পারবেন না, যদি বিভিন্ন Forum এর পুরাতন Member আপনি না হন। অতএব, যারা Forum Posting এ কাজ করতে চান, তারা এখন থেকেই বিভিন্ন Forum এ Free Registration করে উপরোক্ত Guideline অনুযায়ী অগ্রসর হতে পারেন। Freelancing না করলেও যারা Blogging করতে চান তাদের Web site এ Visitor বৃদ্ধির জন্য Forum এ আপনার অংশগ্রহন Effect ভুমিকা রাখবে।