Sunday, March 13, 2011

কি করে Blog তৈরি করা যায় ?

আমরা জানি, Online এ Income এর যতগুলো মাধ্যম রয়েছে Blogging হচ্ছে সবচেয়ে ভালো ও সুন্দর মাধ্যম। অনেকেই Blogging এর জন্য নিজস্ব Domain কিনে বা Free Domain এ Blogging করার চেষ্টা করেন। কেও সফল হন, আবার কেও সঠিক দিক নির্দেশনার কারনে বেশিদূর অগ্রসর হতে পারেন না। মূলতঃ Blogging এ সফলতা পেতে হলে Blogging এ Technology  ভাল করে বুঝতে হবে। Blogging যেহেতু ব্যাপক একটা বিষয়, তাই এ সম্পর্কে ধারাবাহিক লেখা প্রকাশের ইচ্ছা রইল। আশা করি আমাদের সাথেই থাকবেন।
নিজেকে
প্রস্তুত করা
Blogging তাড়াহুড়ো করার জিনিষ নয়। এটা একটি ব্যবসার মত। ব্যবসা করতে যেমন- Plan করা, জায়গা নির্বাচন, Marketing, Monitoring, নিয়মিত সময় দেওয়া ইত্যাদি অপরিহার্য, Blogging করতেও তেমনি সঠিকভাবে বিষয় নির্বাচন, উপযুক্ত Technology বা Software ব্যবহার, Marketing (SEO) তথা প্রথম মাস যথেষ্ট সময় দেওয়ার উপরই আপনার Blogging এর সাফল্য নির্ভর করবে। প্রথমেই হেলাফেলাভাবে শুরু করলে ( দেখি কি হয়! এরুপ মনোভাব) Blogging সফলতা পাওয়ার সম্ভাবনা কম।

Blog Topic নির্বাচন
Blog এর জন্য Topic নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সময় নিয়ে, বিভিন্ন Site/Forum visit করে, দীর্ঘদিন নেটে আছেন এমন ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে Topic নির্বাচন করুন। এক্ষেত্রে যারা SEO জানেন, তারা Google Adwords টুলটির সাহায্য নিতে পারেন। এখানে কোন Topic এর গ্লোবাল Visitor তার প্রতিযোগিতা কেমন তা সম্পর্কে জানতে পারবেন। Topic নির্বাচনের বিষয়টি বিস্তারিত জানার জন্য এখানে Click করুন

Blogging লিখতে কতিপয় Guideline
. Blog এর Topic সহজবোধ্যভাবে উপস্থাপন করুন।
. যে বিষয় আপনি জানেন, ভাল বুঝতে পারেন, নেট বা অন্যান্য মাধ্যম থেকে সহজে তথ্য/উপাত্ত সংগ্রহ করতে পারবেন, তা নিয়ে লিখুন।
. Blog এর শিরোনাম আকর্ষনীয়ভাবে Post করুন। এক্ষেত্রে আপনি যে Post টি লিখবেন, Search দিলে উক্ত বিষয়ের জন্য আপনি নিজে কিভাবে বা কি লিখে Search দিতেন-ঠিক সেভাবে শিরোনাম দেওয়ার চেষ্টা করুন।
. নিয়মিত Blog Post করুন। চেষ্টা করুন, প্রতিদিনই আপনার Blog কে Update রাখতে। কখনোই অন্য কোন Site থেকে তথ্য Copy/Past করবেন না। অন্য Site কে Follow করতে পারেন। তবে আপনার লেখা অবশ্যই Unique হতে হবে।
. সম্ভব হলে Blog এর লেখার মাঝে মাঝে Image ব্যবহার করুন।
. Visitor দের চাহিদা বোঝার Try করুন, তারা কি চায় তদানুযায়ী Post করুন।
. আপনার Blog Site কে সর্বদা Live রাখার চেষ্টা করুন। এজন্য, Blog এ Commend System, Subscription, Vote, লেখালেখির প্রতিযোগিতা ইত্যাদি বিষয়সমূহ Integrate করুন।
. সর্বদা সঠিক তথ্য পরিবেশন করুন।

উপসংহার
Blog একটি গবেষনার বিষয়। আপনি যত Study করবেন, Blogging Technology তত বুঝতে সক্ষম হবেন। এজন্য, Blogging বিষয়ক বিভিন্ন Forum Site এ Visit করতে পারেন। http://forums.digitalpoint.com এমনি একটি Forum, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ Visitor Blogging, Adsense, Seo, freelancing, web design ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। আজকেই Free Registration করে Member হয়ে যান
Blogging সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে Click করুন।

No comments:

Post a Comment