ইন্টারনেটে Income এর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে PPC এবং এই PPC র জন্য Google Adsense সবচেয়ে ভাল ।এখানে আপনি কিভাবে আপনার Blog এ Google Adsense এর জন্য Apply করবেন এবং আপনার Blog এ Google এর Ad স্থাপন করবেন তা দেখানো হলঃ-
প্রথমেই আপনি আপনার Blog এ Sign In করুন, Dashboard থেকে Monetize এ Click করুন । Monetize প্রবেশ করলে দেখবেন Make Money with Adsense আসবে, এবং নিচে চারটি Option দেখতে পাবেন । প্রথমটি Default হিসেবে Select থাকবে, কোন পরিবর্তন করবেন না, এবং Next এ Click করুন । এবার আরেকটি Page Open হবে, Create a new adsense account এ select করে Next এ Click করুন, এবং একটি Form আসবে Form টি পূরণ করুন, এখানে আপনার সঠিক Information অবশ্ব্যই দিবেন এবং Submit Information এ Click করুন, তাহলে আপনার Information সমূহে একটি preview আসবে, মনোযোগ দিয়ে পড়ুন । যদি কোন ভুল থাকে তাহলে Edit Account Information এ Click করুন অথবা ভুল না হলে Continue এ Click করুন ।এবার Google এর Terms And Condition আসবে ।একদম নিচে Accept উপরে By checking this box…………….! এ ঠিক ঠিহ্ন দিয়ে I Accept এ Click করুন । তাহলে আপনার Application টি Google এর কাছে Submit হয়েছে । 48 hours মধ্যে আপনাকে E-mail করে আপনার কাছে Confirmation mail পাঠানো হবে । এখন আপনার blog এ Google এর কিছু Public service Ad দেয়া হবে । আপনার Account টি Approved হলে আপনি Adsense Account থেকে কোড নিয়ে আপনি যত খুশি blog এবং web site এর Page এ কোড Paste করতে পারবেন ।
No comments:
Post a Comment